একি কথা শুনি আজ জামায়াত নেতার মুখে: নীরু

সানাউল হক নীরু: জামাত নেতা ডা: শফিক ভাই আবারও নতুন বয়ান দিলেন! আপনারা কোন জঙ্গী ও মৌলবাদি দল না এমনকি ইসলামিক দল না তাও আমরা সবাই জানি। বর্তমান বিশ্ব বাস্তবতায় ইসলামী খেলাফত, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন তাও রাজনৈতিক স্ট্যান্ডবাজি বাট কতটা প্রাসঙ্গিক তাও বুঝে আসে না। খোদ সৌদি আরবে কোরআন সুন্নাহের শাসন চলে না, তবে নামাজ রোজা, পর্দা ও অন্যান্য ইসলামি সংস্কৃতি অনেকাংশেই আজও বহাল আছে।

তবে গত সপ্তাহে দেখলাম হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী আপনাদের জামাতে ইসলাম সম্পর্ক বক্তব্য দিতে গিয়ে বলেছেন, জামাত মদীনার ইসলাম না, এটা মওদুদি ইসলাম। জামাত বিএনপির মতো একটা লিবারেল গণতান্ত্রিক দল তা নিয়েও কোন সমস্যা নেই।

গত পনের দিন ধরে বিএনপির সিনিয়র নেতৃত্ব মানবতা বিরোধী অপরাধ ও গত পনের বছর ধরে ভোট চোর, ব্যাংক ও শেয়ারমার্কেট লুটেরা গুম, খুন ও মানুষ হত্যার রাজনীতির অন্যতম কারিগর খুনী হাসিনা ও তার মাফিয়াচক্র এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিতে দেখে যারপর নাই বিষ্মিত হয়েছি। এখন আবার আপনারা মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ওয়েষ্টের কাছে নতুন করে নিজেদেরকে প্রমাণে ব্যস্ত হয়ে পড়েছেন, তেনারা মৌলাবাদি নন। আপনারা দুই দিন পর পর নিজেদের অবস্থান পরিবর্তন করতে থাকলে ও এভাবে নতুন নতুন চমক দেখালে আপনাদের জনগণ বিশ্বাস করবে কি করে?

জামাত নেতা ডা: শফিকুর রহমান ২০২৪ সালে এসে বলছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না জামাত। এই কথাটা কইতে আপনাদের ৫৩ বছর সময় লাগলো কেন? ১৯৭১ এর ২৫ মার্চ পরবর্তী ৯ মাসের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে আপনাদের ভূমিকা কি ছিল, তা দেশ ও জনগণের কাছে নতুন করে ভাইঙ্গা চুইরা কন! তারা অবৈধ স্বৈরাচার হু: মু: এরশাদের দালালী ও আওয়ামী লীগের সাথে গাটছড়া বেধে ৮৬-তে আতাতের নির্বাচনে যেতে দেখেছি। এছাড়াও যখন যার সাথে সুবিধা বিএনপির ক্ষমতার মেয়াদে একবার আওয়ামী লীগের সাথে অবৈধ প্রণয় যুগপথ আন্দোলন ও আওয়ামী লীগের ক্ষমতার মেয়াদে বিএনপির সাথে জোটবদ্ধ আন্দোলন ও নির্বাচন দুটোই দেখেছি।

অনেক রাজনৈতিক বোদ্ধাদের ধারণা বিএনপি ও জামাত আওয়ামী ভোট ব্যাংক নিজেদের স্বপক্ষে কাজে লাগাতে একটার পর একটা সস্তা বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমাদের সময়ে জামাতে ইসলামের শ্লোগান ছিল ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”। নারী নেতৃত্ব মানি না, নারী নেতৃত্ব হারাম এবং আরও কত কি! সময়ের সাথে সাথে তাদের সেই শ্লোগানও পাল্টিয়েছে। এভাবে চলতে থাকলে দেশের মানুষ আপনাদের উপরে আস্থা রাখবে কি করে? রাজনীতি এতটা সস্তা হলে আমাদের ভবিষ্যত প্রজন্ম ও গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে, তাও তো ভাবতে হবে।

 

আরো পড়ুনঃ