আজ মহান বিপ্লবী সিরাজ সিকদার হত্যা দিবস

শেখনিউজ রিপোর্টঃ আজ ২ জানুয়ারী মহান বিপ্লবী দেশপ্রেমিক কমরেড সিরাজ সিকদার হত্যা দিবস। ১৯৭৫ এর এই দিনে তৎকালীন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বধীন সরকার তার নির্দেশে সিরাজ সিকদারকে হত্যা করে। যে হত্যাকান্ডটি বাংলাদেশে প্রথম হাইপ্রোফাইল রাজনৈতিক ক্রসফায়ার হিসেবে স্বীকৃত।

এই হত্যাকাণ্ডের ১৭ বছর পর ১৯৯২ খ্রিষ্টাব্দের ৪ জুন এই বিষয়েঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। সেই মামলা এখনো বিচারাধীন। মামলাটি করেছিলেন সাবেক সিরাজ সিকদার পরিষদের চেয়ারম্যান শেখ মহিউদ্দিন আহমেদ যিনি বর্তমানে লিবারেল পার্টি বাংলাদেশের প্রেসিডেন্ট। ১৯ বছর পরে তিনি সম্প্রতি বাংলাদেশ সফর করেন।

বিএনপির আমলে এই হত্যা মামলা দায়ের করা হলেও কোন জাতীয়তাবাদী আইনজীবী সেদিন এই মামলার আইনজীবী হতে রাজি হন নাই। এমনকি বিএনপি সরকারও সিরাজ সিকদার হত্যা মামলার তদন্তটি পর্যন্ত করেন নাই। শেখ মুজিবুর রহমান এই মামলার হুকুমদাতা হওয়ায় শেখ মহিউদ্দিন আহমেদ বিগত আওয়ামী আমলে জীবনের হুমকি থাকায় দেশে প্রত্যাবর্তন করতে সক্ষম হন নাই।

মামলাটি পরিচালনা করেন পঙ্গু আইনজীবী এডভোকেট মরহুম ফরমান উল্লাহ এবং এডভোকেট আফজাল হোসেন পলাশ। মামলা দায়েরের কারণে পঙ্গু যার দুই পা হারানো সেই এডভোকেট ফরমান উল্লাহকে ২৪ ঘন্টার নোটিশে ডিজিএফআই তার ডিওএইচএস এর বাসা থেকে উৎখাত করে এই মর্মে যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য হুমকি স্বরূপ।

আজকের এই হত্যা দিবসে লিবারেল পার্টি বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ মহিউদ্দিন আহমেদ মহান এই দেশপ্রেমিকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, দেশকে ভারতীয় সম্প্রসারণবাদী আগ্রাসনের হাত থেকে বাঁচাতে সিরাজ সিকদারের রণনীতি ও রণকৌশলের কোন বিকল্প নাই। তিনি সরকারকে এই মামলা তদন্তের আহ্বান জানান।

এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তাজা মহান দেশপ্রেমিক সিরাজ সিকদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সরকারের প্রতি হত্যা মামলাটি তদন্ত শুরু করে দ্রুত বিচারের দাবি জানান।

মহান দেশপ্রেমিক কমরেড সিরাজ সিকদারের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘জাতি মহান দেশপ্রেমকি ও বীর মুক্তিযোদ্ধা কমরেড সিরাজ সিকদার হত্যার বিচার চায়। তারা বলেন, ইতিহাসকে কলংকমুক্ত করতে কমরেড সিরাজ সিকদারসহ স্বাধীনতা পরবর্তী হতে আজ পর্যন্ত সংগঠিত সকল রাজনৈতিক হত্যার বিচার করতে হবে। রাজনীতির প্রয়োজনে এসকল শহীদদের স্মরণ করা হলেও ক্ষমতায় গিয়ে বিচারের কথা য়ারা যারা ভুলে যায় ইতিহাস তাদেরও ক্ষমা করবে না।

আরো পড়ুনঃ