মুসলমান বলেই অভিনেতা শীজান খানকে ‘খুনি’ বলছে ভারতের পুলিশ

অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুরহস্যের তদন্ত চলছে। ঘটনায় অভিযুক্ত অভিনেতা শীজানকে আরও ১৪ দিন পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সেই পরিস্থিতিতে পাল্টা অভিযোগ তুলল শীজানের পরিবার।

শীজ়ানের নামে যাচ্ছেতাই কুৎসা রটেছে। তাঁকে ‘খুনি’র তকমা দিয়ে দেওয়া হয়েছে বিচারের আগেই। সেই পরিস্থিতিতে মুখ খুললেন শীজ়ানের বোনেরা। বললেন, “আমাদের যন্ত্রণা প্রকাশ করার ভাষা নেই। চুপ করে ছিলাম বলে উল্টো বুঝলেন সবাই। আমাদের দুর্বল ভাবা হল। এ তো ঘোর কলি! যা খুশি বলে দেওয়ার আগে একটু তো খতিয়ে দেখার প্রয়োজন পড়ে! মানুষের কি বোধবুদ্ধি লোপ পেয়ে গেল?”

এত হিংসার মূলে অন্য কিছু নিহিত নেই তো? সেই আশঙ্কায় সপাট প্রশ্ন ফলকের, “যাঁরা শীজ়ানকে নিয়ে খারাপ কথা বলছেন, এক বার ভেবে দেখুন, সমস্যাটা কোথায়। ধর্মের প্রতি ঘৃণা থেকে এই কাজ করছেন না তো আপনারা? নাকি আগের কোনও ঘটনার প্রেক্ষিতে এটাকে গুলিয়ে ফেলছেন?” সকলের কাছে তাঁর আর্জি জেগে ওঠার। মাথা দিয়ে ভাবার। সমস্ত সংবাদমাধ্যম এবং পোর্টালও শীজ়ানের বিরুদ্ধে জনমত গঠন করার ইন্ধন জোগাচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন দুই বোন।

অন্য দিকে, শীজ়ানের দাবি, তাঁর নিজেরই জীবনের ঝুঁকি রয়েছে। কেউ তাঁকে বিষ খাইয়ে হত্যা করতে চায় বলে তাঁর ধারণা। সে জন্য হাজতে থাকাকালীন বাড়ির তৈরি খাবার খেতে চান বলে আবেদন জানিয়েছেন তুনিশার প্রাক্তন প্রেমিক তথা সহকর্মী।

‘আলিবাবা: দস্তান-এ-কাবুল’ সিরিয়ালের শুটিং চলছিল। নায়ক-নায়িকা ছিলেন শীজ়ান আর তুনিশা। সেই ধারাবাহিকের সেটেই নিজেকে শেষ করে দিয়েছিলেন তুনিশা।

আরো পড়ুনঃ