জাতীয় মুক্তির জন্য বিপ্লবের দ্বিতীয় ধাপ সম্পন্ন করতে হবে: শেখ মহিউদ্দিন
ডেস্ক রিপোর্টঃ লিবারেল পার্টি বাংলাদেশের চেয়ারম্যান শেখ মহিউদ্দিন আহমেদ বলেছেন যখন বড় দল ভোটের অধিকারের আন্দোলন করে ব্যর্থ হয়েছে, আমাদের সন্তানেরা তখন বুকের রক্ত দিয়ে জাতিকে মুক্ত করেছে। দেশের মুক্তির জন্য বিপ্লবের পরবর্তী ধাপ সম্পন্ন করতে সংবিধান বাতিল করে বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে হবে। নইলে গনমানুষের বিপ্লব এলিটদের দ্বারা বিনষ্ট হবে।
তিনি রাস্ট্র ব্যবস্হার উন্নয়নে সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহনের বিষয়টিতে গুরুত্বারোপ করেন। তিনি বলেন আমরা নির্বাচনী প্রতীককে ইজ্জত করি, মানুষকে সম্মান দিতে ভুলে গেছি। পৃথিবীর উন্নত দেশগুলোতে মার্কাকে নয়, যোগ্যতাকে মূল্যায়ন করা হয়। আমাদের সন্তানদের রক্তে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে ক্ষমতার জন্য প্রশ্নবিদ্ধ করবেন না।
বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-বিসিআরএস এর উদ্যোগে ২৮ অক্টোবর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হলে রাজনীতি, আইন ও মিডিয়া ব্যক্তিত্ব শেখ মহিউদ্দিন আহমেদ দীর্ঘ প্রায় ২০ বছর নির্বাসনের পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা ও প্রত্যাশার বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় অনুভূতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির ত্রৈ-মাসিক প্রকাশনা ‘সিভিল ভয়েস’ এর মোড়ক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম অংশে রাজনীতি, আইন ও মিডিয়া ব্যক্তিত্ব বাংলার ভূমিপুত্র শেখ মহিউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি, এন্টি ড্রাগ সোসাইটি, জার্নালিস্ট কমিনিটি ইন বাংলাদেশ, এশিয়ান জার্নালিস্ট সোসাইটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন।
সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনের নির্বাহী পরিচালক শেখ মোঃ তাজুল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মঞ্জু, যুক্ত ফোরামের প্রধান সমন্বয়ক চাষী মামুন, হক ভয়েসের প্রতিষ্ঠাতা কর্নেল (অবঃ) আব্দুল হক, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহ্লী পারভীন, সিনিয়র সাংবাদিক সিনিয়র সাংবাদিক বুলবুল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এ কে এম মহসীন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিপ্লব পোদ্দার, এনডিপি’র মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, সিনিয়র সাংবাদিক আলী আশরাফ আকন্দ, সিনিয়র সাংবাদিক জহিরুল হক রানা প্রমুখ।