পুলিশের ওপর হামলা চলছেই: ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার
শেখনিউজ রিপোর্টঃ রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেপ্তার ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের ৫ জনকে আহত করার ঘটনায় ঘটনা সংশ্লিষ্ট ২ কেন্দ্রীয় নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য হামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। আর বহিস্কৃতরা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন এবং সোহো সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেল।
বৃহস্পতিবার দিবাগত রাতের শেষ প্রহরে সহকারী কমিশনার তারিক লতিফের নেতৃত্বে অভিযান চালিয়ে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়ক এলাকা থেকে মোহাম্মদ হোসাইন মিথুনকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা-পুলিশ। পরের দিন সকালে আসামিকে নিয়ে নিউমার্কেট থানায় প্রবেশের সময় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি মামলা হয়েছে।
এর আগে ১০ জানুয়ারি রাতে এলিফ্যান্ট রোডের বিপণিবিতান মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ওই বিপণিবিতানের ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে জখম করে ছাত্রদলের নেতা কর্মীরা। এহতেশাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তাঁকে যখন কোপানো হয়, তখন আরেক ব্যবসায়ী ওয়াহিদুল হাসানের (দিপু) গাড়িতে হামলা হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ওরফে ইমনের হয়ে ধানমন্ডি এলাকার চাঁদা তোলার কাজ করেন মোহাম্মদ হোসাইন মিথুন। ব্যবসায়ীকে কোপানোর সময় তাঁকে (রিমান্ডে থাকা আসামি) ঘটনাস্থলে যেতে বলেছিলেন ওই ছাত্রদল নেতা।
মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার ভোর চারটার দিকে তাঁকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানায় প্রবেশকালে চাপাতিসহ দেশি অস্ত্র নিয়ে গাড়িটির গতি রোধ করেন আসামিরা। পরে মোহাম্মদ হোসাইনের অনুসারীরা লাঠি, লোহার রড ইত্যাদি নিয়ে পুলিশের ওপর হামলা করেন। এতে নিউমার্কেট জোনের এসি তারিক লতিফ, এসআই আরব আলী, এসআই ফিরোজ আহমেদ ও খন্দকার মেসবাহ এবং বার্তা অপারেটর মো. আনোয়ার গুরুতর আহত হন।
এদিকে এই ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে এক বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা ভঙ্গের অনাকাঙ্ক্ষিত অভিযোগের ভিত্তিতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সহ সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। অধিকতর তদন্তপূর্বক স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শুক্রবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিবৃতিতে জানানো হয়। পাশাপাশি ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা দেয়া হয় বিবৃতিতে।