৩৩ দল ৩৩টা ঘোড়ার ডিম পেড়েছে: ওবায়দুল কাদের

শেখনিউজ রিপোর্ট: ঢাকায় ৩৩ দল ৩৩টা ঘোড়ার ডিম পেড়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুট-পাটের বিরুদ্ধে, হামলার বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে এবং হাওয়া ভবনের বিরুদ্ধে।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। আগামী ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে ফাইনাল খেলা হবে। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বিজয়ের বন্দরে পৌঁছাবে। সেদিন জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে।

তিনি আরো বলেন, ঢাকা আজ মিছিলের নগরী। সারা ঢাকায় আওয়ামী লীগ প্রস্তুত আছে। প্রস্তুত আছে জঙ্গিবাদের বিরুদ্ধে, ভোট চোরদের বিরুদ্ধে আমরা প্রস্তুত। বিএনপির বিরুদ্ধে আমরা প্রস্তুত। ওদের রুখতে হবে, জঙ্গিবাদ রুখতে হবে। স্বাধীনতা বিরোধীদের রুখতে হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি প্রস্তুত হয়ে সতর্ক পাহারায় থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে ছেড়ে দেব না।

রাজধানীর শ্যামলী স্কয়ার প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এ রাষ্ট্রকে ধ্বংস করেছে। এই রাষ্ট্রের গণতন্ত্রকে হত্যা করেছে। এরা নষ্ট রাজনীতি করে।

ওবায়েদুল কাদের আরো বলেন, আগে বড়লোকদের বাড়ির গেটে লেখা থাকতো কুকুর হতে সাবধান, এখন দেশের জনগণ বলছে তারেক রহমান হতে সাবধান। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, রাষ্ট্রকে ধ্বংস করে।

আরো পড়ুনঃ