আমন্ত্রণে সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন যুক্তরাষ্ট্র গেলেন
শেখনিউজ রিপোর্ট: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রোববার ঢাকা করেছেন। আইএসপিআর
সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আগামী ১৬-১৮ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য The Land Forces Pacific (LANPAC) কনফারেন্স এ অংশগ্রহণ করবেন। এ কনফারেন্স’র লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
কনফারেন্স এ অংশগ্রহণের পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানগণ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
কনফারেন্স শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৮ মে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে ২১ মে বাংলাদেশে পৌঁছাবেন।