“মোদী মূর্তি”ই হবে সর্বোচ্চ
আবু জাফর মাহমুদ: কৃষক ও ক্ষুদ্র জমির মালিকদেরকে ফতুর করার আইন করার বিনিময়ে গুজরাটে সর্বোচ্চ “মোদী মূর্তি” তৈরীর ব্যবস্থা পাকাপোক্ত।চীনা কোম্পানীই তা গড়ে দিচ্ছে। গুরুত্বপূর্ণ বিনিয়োগে আছেন দেশের প্রধান দুই ধনী স্বনামধন্য মুকেশ আম্বানি এবং গৌতম আদানিরা। কৃষক ও ক্ষুদ্র জমির মালিকদেরকে ফতুর করার আইন করার বিনিময়ে গুজরাটে সর্বোচ্চ “মোদী মূর্তি” তৈরীর ব্যবস্থা পাকাপোক্ত।চীনা কোম্পানীই তা গড়ে দিচ্ছে। গুরুত্বপূর্ণ বিনিয়োগে আছেন দেশের প্রধান দুই ধনী স্বনামধন্য মুকেশ আম্বানি এবং গৌতম আদানিরা।
কৃষকরা দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদে নেমেছেন। মোদী সরকারের এই আইন প্রত্যাহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমৃত্যু আহাজারির।তিলে তিলে উপবাসে নিশ্চিত মৃত্যুর চেয়ে প্রতিবাদ জানিয়ে দেশ দশের কল্যাণের সামাজিক সংহতিই তারা করছেন।তাদের প্রতিজ্ঞা তারা আর. এস. এস-বিজেপি গোষ্ঠীর এই অপরাধের কাছে আত্নসমর্পন করবেননা।এদের নেতারা এখনো গান্ধীবাদী আন্দোলনের বাহিরে নন।দেশের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা হলেন গ্রামীন বাসিন্দাদের শতকরা ৮২জন। এদেরকেই বলা যায় ভারতের আত্না।