নূর বাঙালি: প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যদিয়ে জমিদারী প্রথার পতন ঘটেছে এবং জাতীয়তাবাদের উত্থান ঘটেছে। বৃটিশ সাম্রাজ্যবাদ যুদ্ধজনিত কারনে হিন্দুস্থানী জমিদার ও দেশীয় রাজ্যের রাজাগণের নিকট বৃটিশ ভারতের কলোনী শাসনের সিদ্ধান্ত সোপর্দ করতে চাইলেন । এবং তদ্নুযায়ী হিন্দুস্থানী জমিদার ও দেশীয় রাজ্যের রাজাগণ পাকিস্তান ও হিন্দুস্থান দু’টি রাষ্ট্র গঠন করে দেবার সিদ্ধান্ত জানান।
ফলে হিন্দুস্থানী জমিদার ও দেশীয় রাজ্যের রাজাগণ “জাতীয়তাবাদী রাষ্ট্রের বিপরীতে “জমিদারবাদী রাষ্ট্র” : পাকিস্তান ও হিন্দুস্থান দু’টি রাষ্ট্র গঠন করে “বাইনারী খাঁচাবন্ধী নীতি”তে আবদ্ধ হলেন। এ নীতিতে ধর্মের কোন নীতিমালা সামন্ত জমিদারগণ গ্রহন করেননি।
উল্লেখ, এর পুর্বে এ উপমহাদেশে কোন কালেই কোন ধর্মীয় রাষ্ট্র কেহ প্রতিষ্ঠা করেনি। জমিদারবাদী রাষ্ট্র নেতাগণ বৃটিশ ইন্ডিয়ার ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেনকে কোন ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়ে যাবার দাবী বা অনুরোধ ও জানাননি।
এ কারনে জাতীয়তাবাদী রাষ্ট্র, জমিদারবাদী রাষ্ট্র ও ধর্মবাদী রাষ্ট্র নির্মাণ, অবিনির্মাণ ও মেরামত করার রাজনীতি এখনও চলছে ।