শেখনিউজ ডটকম

ভারতীয় ঘাতক দালাল উৎখাত জাতীয় কমিটি’র খসড়া ঘোষণাপত্র প্রকাশ

শেখনিউজ রিপোর্টঃ ভারতীয় ঘাতক ও দালালদের উৎখাতের লক্ষ্যে জাতীয় মুক্তির বিপ্লবে ২য় পর্বের ঘোষণা দিয়েছেন শেখ মহিউদ্দিন আহমেদ এবং সানাউল হক নীরু। এক খসড়া ঘোষণাপত্রে ঘাতক দালাল উৎখাত জাতীয় কমিটি নাম একটি জাতীয় সংগঠন প্রতিষ্ঠার কথা জানানো হয়েছে।

খসড়া ঘোষণায় বলা হয়েছে কয়েকটি ক্ষেত্রে আমাদের সন্তান ছাত্ররা হারলেও জাতিকে হারতে দেয়া যাবে না। দেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আমাদের জাতিসত্বার অস্তিত্ব ও সম্মান ধূলায় ভূলুন্ঠিত করে ভারতীয় দালালদের একটি গোষ্ঠী যে কোন উপায় হোক রাস্ট্র ক্ষমতা হস্তগত করতে চায়। আরেকটি গোষ্ঠী চায় এদেশে ভারতীয় স্বার্থ বহাল রাখতে যে কোন কিছুর বিনিময়ে।

দুই পক্ষই নীতিহীনতার লজ্জাস্কর নিম্নগামিতাকে নিজেদের কৌশল হিসেবে জাহির করে দম্ভ দেখাচ্ছে। যে সন্তানেরা জীবন বাজী রেখে রক্ত দিয়ে জাতিকে আপাত মুক্তি দিয়েছিল, সেই বিপ্লবী সন্তানেরা হেরে গেছে। পর পর ৩ টি পরাজয় তাদের অবস্থানকে দূর্বল করে দেয়া হয়েছে জাতির সামনে।

বিপ্লবী সন্তানেরা বিপ্লবের এই প্রথম পর্বে জয় ও পরাজয় দুটোই পেয়েছে কিন্তু জয় ছিনতাই হয়ে গেছে। আর এই সকল কিছুর পেছনে রয়েছে ভারত ও ভারতের পা চাটা দালাল ও ঘাতকেরা। যদিও আমরা কোন কিছুতেই ভারতের উপর নির্ভরশীল নই।

যুগে যুগে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই হয়েছে হবেও সর্বকালে। সকল লড়াইয়ে অসত্য ও নস্টদের পক্ষ্যে লোকবল এবং ক্ষমতার পাল্লা বেশিই থেকেছে। বিপ্লবী ত্যাগীদের সংখ্যা কম ছিল, আছে পরেও তাই থাকবে। সৃষ্টিকর্তা এমন করেই সত্য অসত্যের ব্যবধান রেখেছেন যাতে তিনি তার অস্তিত্ব ও ক্ষমতা দেখাতে পারেন।

জাতি অধিকাংশ সময়ই নস্ট ভ্রস্টদের হাতেই বন্দী। তাহাজ্জুত নামাজধারী হিংস্র খুনী লোভী লুটেরাও আমরা দেখেছি।অন্যদের এবং ভদ্রবেশী দালাল ও ঘাতকদেরও জাতি চেনে। তাই আমরা ভারতীয় সকল দালাল ও ঘাতকদেরকেই উৎখাতের কাজটি শুরু করতে চাই।

এই লক্ষ্যে বিপ্লবী ভূমিপুত্র শেখ মহিউদ্দিন এবং কিংবদন্তির ছাত্রনেতা সানাউল হক নীরু যৌথ উদ্দোগ নিয়েছেন অসত্যের বিরুদ্ধে এই পর্বের লড়াই করার। লড়াই হবে ভারতীয় ঘাতক ও দালালদের বিরুদ্ধে। লড়াই হবে এই সকল দালাল ও ঘাতকদের দ্বারা লুটপাট ,দূর্নীতি, অবিচার, ড্রাগ ডিলিং, রাস্ট্রীয় ও রাজনৈতিক হত্যাসহ সকল মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে। জাতিকে মুক্ত করতে এইসব নির্মূলের লক্ষ্যে। দেশে রাস্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে যত হত্যা হয়েছে, সেই সকল হত্যার বিচারের লক্ষ্যে সকল ঘাতকদের চিহ্নিত করে বিচার সম্ভব না হলে প্রকাশ্য গণআদালতে ধরে এনে বিচার করা হবে। রাস্ট্র ও রাজনীতিতে ভারতীয় দালালদের চিহ্নিত করে বিচার করা হবে।
বিপ্লবের এই পর্বে শরীক হবে যারা জাতির জন্য নিজেদের উৎসর্গ করবে সেই সকল বিপ্লবী, রাজনৈতিক ব্যক্তি, সংগঠক, পেশাজীবি ও প্রজন্মের সন্তানেরা।

খুব শীঘ্রই ঘোষণা প্রদান করা হবে ভারতীয় ঘাতক দালাল উৎখাতের লক্ষ্যে গঠিত এই জাতীয় কমিটির সকল উপদেষ্টা, সংগঠক ও সমন্বয়কারীদের নামের তালিকা।

Exit mobile version