শেখনিউজ রিপোর্টঃ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনের প্রস্ততি চলছে। তবে ভোট গ্রহণের সময় চূড়ান্ত না হলেও নভেম্বর মাসের শুরুতে তফশীল ঘোষনা করে ডিসেম্বর মাসে নির্বাচন হবে। সেই সাথে ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ রক্ষার লক্ষ্যে সাংবাদিক ও পর্যবেক্ষকদের বেশি সময় থাকতে দেয়া যাবে না।
বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের অনুমতিক্রমে আগের মতো গোপন কক্ষে সাংবাদিকরা যেতে পারবেন না। নির্বাচনীবিধি মোতাবেক সবকিছু হবে। তিনি বলেন, সময় স্বল্পতার কারনে ইভিএম ভোটারদের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।
সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাবৃন্দ, সকল থানার ওসি, আইন শৃংখলাবাহিনীর প্রতিনিধি হিসেবে র্যাব, বিজিবি কর্মকর্তা , গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভাটি রুদ্ধদ্বার হওয়ায় নির্দিষ্ট ব্যক্তি ছাড়া সাংবাদিকসহ কারো প্রবেশাধিকার ছিল না। সকালে জেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তাদের সাথেও রুদ্ধদ্বার বৈঠকে সাংবাদিকসহ অন্য কারো প্রবেশাধিকার ছিল না।
সিইসি সাংবাদিকদের বলেন, একাদশ সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, নির্বাচনে অংশ গ্রহন করা না করার সিদ্ধান্ত যে কোন রাজনৈতিক দলের নিজস্ব ব্যাপার। এ নিয়ে কারো সাথেই কমিশন আলোচনা করবে না।
Hits: 21